ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
আবারো বিভ্রাটের কবলে ক্লাউড সেবা
নিউজ ডেস্ক:
কয়েক সপ্তাহ আগেই বড় মাপের বিভ্রাট পার করেছে মাইক্রোসফট। সম্প্রতি ফের বিভ্রাটের কবলে পড়েছিল প্রতিষ্ঠানটির ক্লাউড পরিচালিত সেবা।
খবরটির ব্যাপারে প্রথম জানিয়েছে উইন্ডোজ সেন্ট্রাল। এক অ্যাজিউর স্ট্যাটাস টুইটে উঠে এসেছিল নেটওয়ার্কে সমস্যা হওয়ার কথা। ওই টুইটটির কথা উল্লেখ করে উইন্ডোজ সেন্ট্রাল জানায়, বিংয়ের সেবাও অনলাইনে আনতে সমস্যার মুখে পড়তে হচ্ছে মাইক্রোসফটকে।
প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, এক্সবক্স নেটওয়ার্কের কিছু ফিচারে প্রবেশাধিকার পাওয়া যাচ্ছে, কিছু সেবা লোড হচ্ছে না। স্ট্যাটাস পেইজে আবার কিছু ব্যবহারকারীর সাইন ইনে সমস্যা হচ্ছে বলে লিখে রেখেছে প্রতিষ্ঠানটি।
অ্যাজিউর এবং অফিসের অনেক স্ট্যাটাস পেইজে প্রবেশ করতে পারেননি ব্যবহারকারীরা। মাইক্রোসফট ৩৬৫ টুইটার অ্যাকাউন্টে নোটিশ ছিল, প্রকৌশলীরা সম্ভাব্য ডিএনএস সমস্যার ব্যাপারে খতিয়ে দেখছেন।
পরে সমস্যার সমাধান হয়েছে বলে জানায় মাইক্রোসফট। ডিএনএস রিরাউট করে দিয়েছে প্রতিষ্ঠানটি। এনগ্যাজেট উল্লেখ করেছে, সব সেবা ঠিক হওয়া শুরু করেছে।
This Post Has 0 Comments