ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
প্রথম ‘প্রধান বাণিজ্য কর্মকর্তা’ নিয়োগ দিল ফেইসবুক
নিউজ ডেস্ক:
প্রথমবারের মতো প্রধান বাণিজ্য কর্মকর্তা নিয়োগ দিল ফেইসবুক। নিজেদের বৈশ্বিক অংশীদার বিভাগের ভাইস প্রেসিডেন্ট মার্নে লিভাইনকে ওই পদে নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি।
পঞ্চাশ বছর বয়সী লিভাইন ফেইসবুকের বিজ্ঞাপন বাণিজ্য এবং বৈশ্বিক অংশীদারি ব্যবসা দেখাশোনা করবেন। সরাসরি ফেইসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গের অধীনে থাকবেন তিনি।
লিভাইন প্রায় এক দশক ধরে রয়েছেন প্রতিষ্ঠানটিতে। এ সময়ে তিনি বিভিন্ন নির্বাহী পদে দায়িত্ব পালন করেছেন। ইনস্টাগ্রামের প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন লিভাইন।
এর আগে ফেইসবুকের বিজ্ঞাপন ব্যবসা এবং বৈশ্বিক বিক্রি ও বাজারজাতকরণ টিমের ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন ফেইসবুকে মুখ্য আয় কর্মকর্তা ডেভিড ফিশার। এ বছরের শেষের দিকে ফেইসবুক ছাড়ার কথা রয়েছে তার।
This Post Has 0 Comments