ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
ক্রিপ্টোকারেন্সি বিরোধী অভিযানে চীনে গ্রেপ্তার ১১০০
নিউজ ডেস্ক:
অবৈধ কাজে ক্রিপ্টোকারেন্সি ব্যাহারকারী সন্দেহে চীনে এক অভিযানে প্রায় এক হাজার একশ’ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। চীনের জননিরাপত্তা মন্ত্রণালয় বলছে, টেলিফোন এবং ইন্টারনেট ব্যবহার করে নানারকম প্রতারণা কার্যক্রমের বিরুদ্ধে ওই অভিযান তারা চালিয়েছে।
এই অভিযান দেশটিতে ক্রিপ্টোকারেন্সি বিষয়ে সরকারের কঠোর অবস্থানের প্রকাশ বলে প্রতিবেদনে বলেছে রয়টার্স। গত মাসেই দেশটির তিনটি সরকারি সংস্থা ক্রিপ্টো সংক্রান্ত আর্থিক ও মূল্যপ্রদান সেবা নিষিদ্ধ করেছে। এর পাশাপাশি চীনের স্টেট কাউন্সিল বা মন্ত্রীপরিষদ দেশটিতে বিটকয়েন মাইনিং ও বাণিজ্যে ডাণ্ডাবেড়ি পরানোর সিদ্ধান্ত নিয়েছে।
বুধবারের মধ্যে দেশটির পুলিশ বাহিনী অন্তত ১৭০টি সংঘবদ্ধ অপরাধী চক্রকে আটক করতে সক্ষম হয়েছে যারা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে মানি লন্ডারিং করছিলো।
This Post Has 0 Comments