নিউজ ডেস্ক:
সম্প্রতি ‘হোয়াটস নেক্সট ফর উইন্ডোজ’ আয়োজনে নিজেদের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১ দেখিয়েছে মাইক্রোসফট। এই অপারেটিং সিস্টেমে সহজেই অ্যান্ড্রয়েড অ্যাপ চালাতে পারবেন ব্যবহারকারীরা। মাইক্রোসফট নিজেই এ খবর সম্পর্কে জানিয়েছে।

এতদিন উইন্ডোজে বিভিন্ন ইমুলেটর ব্যবহার করে অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করতে পারতেন ব্যবহারকারীরা। মাইক্রোসফট এ বাধাটিই আর রাখছে না। নতুন উইন্ডোজে সরাসরি স্টার্ট মেনু থেকে অ্যাপ নির্বাচন করে নিতে পারবেন আগ্রহীরা। চাইলে টাস্কবারেও আইকন সেভ করে রাখা যাবে।

মাইক্রোসফটের অ্যাপ স্টোরেই পাওয়া যাবে অ্যান্ড্রয়েড অ্যাপ। আবার কেউ চাইলে অ্যামাজনের অ্যাপ স্টোর থেকেও ইনস্টল করে নিতে পারবেন। গোটা অভিজ্ঞতাটিকে মসৃণ করতে ‘ইনটেল ব্রিজ প্রযুক্তি’ ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। আয়োজনের কিনোটে এ প্রসঙ্গে জানিয়েছেন মাইক্রোসফটের প্রধান পণ্য কর্মকর্তা পানোস পানায়।

এএমডি সিস্টেমেও যে অ্যান্ড্রয়েড অ্যাপ চলবে, তা-ও নিশ্চিত করেছে মাইক্রোসফট।

Pearl IT
shahadat.hossen154@gmail.com

Would you like to share your thoughts?

Your email address will not be published. Required fields are marked *