নিউজ ডেস্ক:
ঢাকা শহরের পর এবার গ্রামে বসেও অনলাইনে কোরবানির পশু কেনা যাবে। সরকারের আইসিটি ডিভিশন ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যৌথ ব্যবস্থাপনায় এই অনলাইন হাট পরিচালিত হবে।

মঙ্গলবার দুপুরে দেশব্যাপী ডিজিটাল হাট উদ্বোধন করেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। অনলাইনে আয়োজিত ডিজিটাল হাটের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ছিলেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইন আহমেদ পলক।

মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ডিজিটাল হাটের মাধ্যমে একদিকে বিক্রেতারা ন্যায্যমূল্য পাবেন, অন্যদিকে ক্রেতারা পাবেন সঠিক পশু ক্রয়ের নিশ্চয়তা। হাটে না গিয়ে নিজেকে নিরাপদ রেখে ঘরে বসে কোরবানির পশু পাওয়ার এই সুবিধা ডিজিটাল বাংলাদেশের কারণে।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, দেশের ১৮৪৩টি অনলাইন শপের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের ২৪১টি হাট একটি প্লাটফর্মে যুক্ত হয়েছে। এতে ই-ক্যাব ও একশপ সার্বিক সহযোগিতা করছে।

অনুষ্ঠান উদ্বোধন শেষে আইসিটি প্রতিমন্ত্রী স্ক্রো সেবার মাধ্যমে একটি গরু কেনেন এবং এটি দান করেন।

ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার বলেন, ই-ক্যাব পেন্ডামিকের শুরু থেকে ডিজিটাল হাট, লকডাউন ম্যানেজমেন্ট, টিসিবি’র পণ্য বিক্রি সব বিষয়ে সরকার এবং জনগনের পাশে রয়েছে। ডিজিটাল হাটের লিংক: https://digitalhaat.net

Pearl IT
shahadat.hossen154@gmail.com

Would you like to share your thoughts?

Your email address will not be published. Required fields are marked *