নিউজ ডেস্ক: দেশে ক্রমবর্ধমান ই-কমার্স খাতে জবাবদিহিতা প্রতিষ্ঠা ও প্রতারণা ঠেকাতে একটি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ গঠনের…
ইভ্যালিতে ১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে যমুনা গ্রুপ
নিউজ ডেস্ক:
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে এক হাজার কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপ। প্রাথমিকভাবে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে যমুনা। ধারাবাহিকভাবে বিভিন্ন পর্যায়ে মোট এক হাজার কোটি টাকা বিনিয়োগের কথা রয়েছে প্রতিষ্ঠানটির।
মঙ্গলবার ইভ্যালি থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, ‘একটি দেশীয় উদ্যোগ হিসেবে আমাদের পাশে আরেকটি দেশীয় প্রতিষ্ঠানকে পেয়ে আমরা সত্যিই আনন্দিত। যমুনার এই বিনিয়োগ ধারাবাহিক বিনিয়োগের অংশ এবং পরবর্তী ধাপেও তাদের বিনিয়োগের সুযোগ রয়েছে। এই বিনিয়োগ ইভ্যালির ভবিষ্যত উন্নয়ন ও ব্যবসা পরিধি বৃদ্ধিতে ব্যয় করা হবে।’
গ্রাহকদের পুরনো অর্ডার ডেলিভারির বিষয়ে রাসেল বলেন, ‘পুরনো অর্ডার যেগুলো পেন্ডিং রয়েছে, সেগুলোর ডেলিভারির বিষয়ে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি। প্রয়োজনে আমরা আরও বিনিয়োগের ব্যবস্থা করব।’
এ বিষয়ে যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক মনিকা ইসলাম বলেন, ‘ইভ্যালি ও যমুনা গ্রুপের মধ্যে সমঝোতা স্বারক হয়েছে আজ। আমরা ইভ্যালিতে বিনিয়োগ করছি। আপাতত এখন আমরা ১০০-২০০ কোটি টাকা বিনিয়োগ করব। পরবর্তীতে প্রয়োজন মতো ধাপে ধাপে আমরা এক হাজার কোটি টাকা বিনিয়োগ করব।’
ইভ্যালি ও যমুনার মধ্যকার শেয়ার হোল্ডারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা এখনো ঠিক হয়নি। সেটা ঠিক হলে খুব দ্রুতই আপনারা জানতে পারবেন।’
ইভ্যালির মোট সম্পদের সঙ্গে দায় না মেলার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের তদন্ত সম্পর্কে জানতে চাইলে মনিকা ইসলাম বলেন, ‘এই সংকটটি তহবিল ব্যবস্থাপনার সঙ্গে জড়িত। এজন্যেই ইভ্যালি বিনিয়োগকারী খুঁজছিল।’
মনিকা ইসলাম আরও বলেন, ‘দেশের বাজারে মানসম্পন্ন পণ্য ও সেবা নিয়ে যমুনা গ্রুপ ব্যবসা করে আসছে। বাংলাদেশে সবচেয়ে বড় অফলাইন মার্কেটপ্লেস যমুনা ফিউচার পার্ক। আর এখন সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস গড়ে তোলার জন্যে ইভ্যালির সঙ্গে থাকবে যমুনা।’
যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়নে আমরা দেখছি যে, স্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠানগুলো দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইভ্যালি দেশের সাধারণ মানুষের স্বপ্নপূরণে কাজ করে যাচ্ছে। আর যমুনা গ্রুপ দীর্ঘ ৫০ বছর ধরে দেশ ও দেশের জনগণের কল্যাণে কাজ করছে। এখন থেকে ইভ্যালি ও যমুনা গ্রুপ সেই স্বপ্নপূরণে একে অপরের অংশীদার হলো।’ দ্য ডেইলি স্টার।
This Post Has 0 Comments