তরুণদের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা ভিভো উদ্ভাবনে নজর দিয়েছে। এরই অংশ হিসেবে এবার…
৫৭৬ মেগাপিক্সেলের ক্যামেরা আনবে স্যামসাং
বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে স্মার্টফোনে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা এনেছিল স্যামসাং। এ ধারাবাহিকতায় বিশ্বের প্রথম ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর উন্মোচন করেছে দক্ষিণ কোরীয় প্রযুক্তি জায়ান্টটি। এবার তাদের লক্ষ্য চার বছরের মধ্যে ৫৭৬ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর নিয়ে আসা। খবর গিজমোচায়না।
গত সপ্তাহে স্যামসাং আইসোসেল এইচপিএল নামে ২০০ মেগাপিক্সেলের সেন্সরের ঘোষণা দিয়েছে। এখন কোম্পানি দৃষ্টি দিয়েছে ৬০০ মেগাপিক্সেলের সেন্সরের দিকে। তবে এ সেন্সর শিগগিরই বাজারে আসছে না।
এসইএমআই ইউরোপ সম্মেলনে এক প্রেজেন্টেশনে স্যামসাং ইলেকট্রনিকসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হ্যায়চেং লি জানান, ২০২৫ সালের মধ্যে ৫৭৬ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরের পরিকল্পনা আমাদের। তবে এ ক্যামেরা সেন্সর স্মার্টফোনে নয়, গাড়িতে ব্যবহার হবে। এছাড়া ড্রোন ও মেডিকেল যন্ত্রাংশেও তা ব্যবহার হবে। স্মার্টফোনে এ সেন্সর ব্যবহার স্যামসাংয়ের অগ্রাধিকার নয়।
গত বছরই ৬০০ মেগাপিক্সেলের সেন্সর আনার পরিকল্পনা ঘোষণা করেছিল স্যামসাং। গত বছর স্যামসাংয়ের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ইওনগিন পার্ক সেই উচ্চাভিলাষী পরিকল্পনা ঘোষণা করে বলেন, আমরা ৫০০ মেগাপিক্সেল ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছি, যা হবে মানুষের চোখের সমান।
This Post Has 0 Comments