ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
চীন শিশুদের টিকটক ব্যবহারে সময়সীমা
নিউজ ডেস্ক:
টিকটকের চীনা সংস্করণের নাম ‘ডুইং’। শিশুদের জন্য এই প্ল্যাটফর্মে বিচরণের সময়সীমা বেঁধে দিল চীন। ফলে এখন থেকে দেশের শিশুরা দিনে সর্বোচ্চ ৪০ মিনিট ‘ডুইং’ ব্যবহার করতে পারবে। আর এটি প্রযোজ্য হবে ১৪ বছরের কম বয়সী সেই সব ব্যবহারকারীর জন্য, যারা নিজেদের আসল নাম এই প্ল্যাটফর্মে ব্যবহার করে থাকে।
শুধু তারাই সকাল ৬টা থেকে রাত ১০টার মধ্যে এই প্ল্যাটফর্মে প্রবেশাধিকার পাবে। টিকটকের মালিকাধীন প্রতিষ্ঠান বাইটডেন্স একটি ব্লগ পোস্টে জানিয়েছে, অ্যাপটির ‘ইয়ুথ মোড’ চালু করা হয়েছে।
ব্লগে আরো বলা হয়েছে-‘হ্যাঁ, আমরা কিশোর-কিশোরীদের এসব ব্যবহার করার ক্ষেত্রে আরো কঠোর হব, যাতে আমাদের তরুণরা ভালো কিছু শিখতে পারে। আর মানসম্মত কনটেন্ট দেওয়ার জন্য আরো কঠোর পরিশ্রম করে যাব।’
চীনা শিশুদের তথ্য-প্রযুক্তিতে মাত্রাতিরিক্ত আসক্তিতে এক ধরনের লাগাম টেনে ধরতে চাইছে দেশটির সরকার। সেই ধারাবাহিকতায় এ বছরের ফেব্রুয়ারিতে চীনা শিশুদের স্কুলে মোবাইল ফোন নেওয়া নিষিদ্ধ করা হয়। আর গত মাসে শিশুদের অনলাইন গেমিং সময় এক ঘণ্টা করে দেওয়া হয়েছে। সাপ্তাহিক বন্ধের দিন এবং সরকারি ছুটির দিনগুলোতেই শুধু এক ঘণ্টা গেম খেলা যাবে। সূত্র : বিবিসি
This Post Has 0 Comments