ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
এবার স্যাটেলাইট উৎক্ষেপণ করলো নেপাল
অনলাইন ডেস্ক:
বাংলাদেশের পর এবার সফলভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে প্রতিবেশী দেশ নেপাল। এটাই দেশটির প্রথমবারের মতো স্যাটেলাইট উৎক্ষেপণ। নাসার ভার্জিনিয়া সেন্টার থেকে ওই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছে।
বৃহস্পতিবার সফলভাবে নেপাল স্যাট-১ উৎক্ষেপণ করা হয়েছে। এর মাধ্যমে স্যাটেলাইট যুগে প্রবেশ করল নেপাল।
যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের স্থানীয় সময় বিকাল ৪টা ৪৬ মিনিটে ভার্জিনিয়ার পূর্ব উপকূলে নাসার ওয়ালোপস ফ্লাইট ফ্যাসিলিটির মিড আটলান্টিক রিজিওনাল স্পেসপোর্ট থেকে ‘নেপাল স্যাট-১’ উৎক্ষেপণ করা হয়।
দ্য বার্ডস-৩ প্রোগ্রামের আওতায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে নেপাল সরকারকে সহযোগিতা করেছে জাপানিজ স্পেস এজেন্সি (জেএএক্সএ)।
নেপাল স্যাট-১ উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে নাসা এবং জাপানিজ স্পেস এজেন্সি। নেপালের দুই তরুণ বিজ্ঞানী আবাস মাসকেই এবং হরিরাম শ্রেষ্ঠ নেপাল স্যাট-১ স্যাটেলাইটটি তৈরি করেছেন।
নিউজবিডি/এসএইচ