নিজস্ব প্রতিবেদক, টেক এক্সপ্রেস:
প্রথমবারের মতো মঙ্গল গ্রহের উদ্দেশ্যে মহাকাশ যান পাঠালো সংযুক্ত আরব আমিরাত। ‘হোপ’ নামের মহাকাশ যানটি মঙ্গলের আবহাওয়ার বিষয়ে তথ্য দেবে।

জাপানের তানেগাসিমা স্পেস সেন্টার থেকে রোরবার বিকালে জাপানিজ এই-আইআইএ রকেটে করে মহাকাশযানটি মঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করে। সাত মাস পর মহাকাশ যানটি মঙ্গলে পৌঁছাবে।

২০২১ সালে প্রতিষ্ঠার ৫০ বছর পালন করবে সংযুক্ত আরব আমিরাত। সে উপলক্ষ্যে দেশের তরুণদেরকে বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে ২০১৪ সালে মঙ্গলে রকেট পাঠানোর পরিকল্পনা হাতে নিয়েছিলো সরকার। পরিকল্পনা থেকে শুরু করে মহাকাশে রকেট পাঠানো পর্যন্ত তাদের খরচ হয়েছে ২০ কোটি ডলার।

ভবিষ্যতের জন্য আরও বড় লক্ষ্য ঠিক করেছে তারা। ২১১৭ সালের মধ্যে মঙ্গলে বসতি গড়ার স্বপ্ন দেখছে সংযুক্ত আরব আমিরাত।

হোপ মিশনের প্রোজেক্ট ডিরেক্টর ওমরান শারাফ বলেন, আরবের তরুণদেরকে বোঝাতে চেয়েছি যে ৫০ বছরেরও কম সময়ে আমরা মঙ্গলে যাওয়ার সক্ষমতা অর্জন করেছি। তারা চাইলে এর চেয়েও বড় সাফল্য অর্জন করতে পারে।

মঙ্গলে রোভার মোটরযান পাঠানোর জন্য চীন ও যুক্তরাষ্ট্রও প্রস্তুত। আগামী ২৩ জুলাই চীন ও ৩০ জুলাই যুক্তরাষ্ট্র রকেট উৎক্ষেপণ করবে।

Pearl IT
shahadat.hossen154@gmail.com

Would you like to share your thoughts?

Your email address will not be published. Required fields are marked *