নিজস্ব প্রতিবেদক, টেক এক্সপ্রেস:
প্রায় চার বছর সেন্সর নিয়ে গবেষণার পর ‘ব্ল্যাক ম্যাজিক’ বাজারে  এনেছে তাদের তৃতীয় প্রজন্মের ‘URSA Mini Pro 12K’ ভিডিও ক্যামেরা। ৮০ মেগা পিক্সেলের ১২কে ক্যামেরাটির রেজুলেশন ১২,২৮৮ * ৬,৪৮০ ।

প্রতিষ্ঠানটি জানায়, প্রায় চার বছর গবেষণা করে তারা এটি তৈরি করেছে। ক্যামেরটিতে রয়েছে সমান সংখ্যক লাল, নীল ও সবুজ পিক্সেল।

এটিতে রয়েছে ফ্রেম রেট ৬০ এফপিএস গতিতে ভিডিও করার ক্ষমতা। এছাড়া ৮কে এবং ৪কে মোডে যথাক্রমে ১১০ এবং ২২০ ফ্রেম রেটে ভিডিও করা যাবে।

এনগেজেট জানায়, ক্যামেরাটির সেন্সর উন্নতমানের। ক্যামেরাটির রয়েছে নিজস্ব ‘র’ কোডেক, যা দিয়ে ১২কে ভিডিও ফাইল ল্যাপটপ দিয়েই সম্পাদনা করা যাবে। ক্যামেরাটির দাম নয় হাজার ৯৯৫ ডলার।

Pearl IT
shahadat.hossen154@gmail.com

Would you like to share your thoughts?

Your email address will not be published. Required fields are marked *