ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
পাবজি গেমের বিরুদ্ধে ফতোয়া জারি
নিউজবিডি ডেস্ক:
ইন্দোনেশিয়ায় ব্যাপক জনপ্রিয় সহিংস অনলাইন গেম ‘পাবজি’ কে হারাম ঘোষণা করে ফতোয়া জারি করেছে একটি মুসলিম গোষ্ঠী। তারা বলছে, গেমটি ইসলামকে অপমান করে এবং আসক্ত খেলোয়াড়দের হিংস্র করে তোলে। এএফপি।
সহিংসতায় উসকানির কারণে ইরাক ও নেপাল পাবজি নিষিদ্ধ করার পর রক্ষণশীল আচেহ প্রদেশে জারি করা হলো ধর্মীয় ফতোয়া। ভারতের গুজরাটও এটি নিষিদ্ধ করেছে।
আচেহ উলমা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান ফয়সাল আলী বলেন, “আমাদের ফতোয়া মতো পাবজি এবং অন্যান্য অনুরূপ গেমগুলি হারাম কারণ তারা সহিংসতা শুরু করতে পারে”।
তিনি এএফপিকে আরও বলেন, ‘‘এটি ইসলামকেও অপমান করে এবং মানুষের আচরণ পরিবর্তন করে ফেলে’’।