অপরিচিত মোবাইল নম্বরের পরিচয় জানার ৫ উপায়
নিজস্ব প্রতিবেদক: অপরিচিত নাম্বার থেকে কল এলে অনেকে বিব্রত হন। রিসিভ করবো না কি করবো না- সংশয়ে থাকেন। আবার অনেকে প্রয়োজনীয় কেউ ফোন করেছে বলেও মনে করেন। ইদানিং স্প্যাম, রোবোকল বা অটোমেটেড প্রমোশনাল কলের সংখ্যা বাড়ছে। অপরিচিত নাম্বার থেকে কল…