ম্যালওয়্যার ঝুঁকিতে বিশ্বের ১০ লাখ কম্পিউটার: মাইক্রোসফট
নিউজিবিডি ডেস্ক: মাইক্রোসফট সতর্ক করে বলেছে, এখনো বিশ্বজুড়ে ১০ লাখের মতো কম্পিউটার ২০১৭ সালে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ওয়ানাক্রাই ম্যালওয়্যারের মতো আক্রমণের ঝুঁকিতে রয়েছে। ওই সময় ওয়ানাক্রাই আক্রমণে কোটি কোটি ডলার ক্ষতির মুখে পড়েন উইন্ডোজ কম্পিউটার ব্যবহারকারীরা। আইএএনএসের এক প্রতিবেদনে এ…