ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
অডিও লাইভ করা যাবে ফেসবুকে
অডিও লাইভ করার ফিচার আনল ফেসবুক। এখন থেকে ক্লাবহাউজের মতো ফেসবুকে অডিও লাইভ করা যাবে। এতদিন ফেসবুকে ভিডিও লাইভ করা যেতো। এবার থেকে আপনার গলার শব্দ শুনবে বন্ধুরা। নাই বা দেখল মুখ!
এটি মূলত অডিও শেয়ারিং ফিচার। যে ধারনা বাজারে প্রথম নিয়ে আসে ক্লাবহাউজ। নতুন করে আপডেট করে এবার সেই অডিও লাইভ পডকাস্টের ফিচার যোগ করল ফেসবুক।
ক্লাবহাউজের নকল করেই এই নতুন ফিচার্স যোগ করা হয়েছে বলে মনে করছেন অনেকে। তবে এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের ফেসবুক ইউজাররা এই ফিচার ব্যবহার করতে পারছেন।
This Post Has 0 Comments