নিউজ ডেস্ক: ব্যবহারকারীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং তাদেরকে বিনোদন ও শিক্ষার মাধ্যমে বিকশিত করার লক্ষ্য…
অ্যাড ট্র্যাকিং বন্ধের ফিচার আসছে অ্যানড্রয়েডেও
নিউজ ডেস্ক:
অ্যানড্রয়েড ফোনে অ্যাপের মাধ্যম অ্যাড ট্র্যাকিং নিয়ে বেড়েছে বিতর্ক। এর মধ্যেই গুগল জানালো, অ্যাপে অ্যাড ট্র্যাকিং থেকে নিজেদের রক্ষা করতে পারবেন ব্যবহারকারীরা।
জানা গেছে, অ্যাপেলের আইওএস-এর মতোই নতুন প্রাইভেসির অপশন থাকবে অ্যানড্রয়েডে। চলতি বছরের শেষেই এই আপডেট আনবে গুগল।
নতুন আপডেটের পর অ্যাপ ডেভেলপাররা কোনো ব্যবহারকারীর ইউনিক অ্যাড আইডি আর দেখতে পারবেন না। অবশ্য এটি বন্ধ ও চালু করার অপশন থাকবে ব্যবহারকারীর কাছে।
গুগল জানিয়েছে, আগামী বছর শুধু তথ্যের নিরাপত্তা নিয়েই একটি আলাদা ফিচার থাকতে পারে প্লে স্টোরে। সেখানে অ্যাপের ডেভলপাররা কোনো ব্যবহারকারীর ঠিক কী কী তথ্য সংগ্রহ করে, তার স্পষ্ট উল্লেখ থাকবে।
গত এপ্রিলেই অ্যাড ট্র্যাকিং বন্ধের অপশন আনে অ্যাপেল। অ্যাপ ট্র্যাকিং ট্র্যান্সপারেন্সি ফিচার নামের এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ইচ্ছেমতো এই অপশন অন বা অফ করতে পারবেন।
গুগল ও অ্যাপেলের এই ফিচারের পর বড়সড় ধাক্কা খেতে পারে ফ্রি অ্যাপগুলো। অ্যাড ট্র্যাকিংয়ের মাধ্যমেই সংস্থাগুলো লাভ করতো।
This Post Has 0 Comments