ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
আইফোন ১৩ উৎপাদনে দুই লাখ কর্মী নেবে ফক্সকন
টেক এক্সপ্রেস ডেস্ক:
অ্যাপলের আইফোন ১৩ উৎপাদনের জন্য দুই লাখ কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটির অন্যতম সরবরাহকারী ও চুক্তিভিত্তিক ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ফক্সকন। সেপ্টেম্বরের শেষ নাগাদ এ নিয়োগ কার্যক্রম শুরু করা হবে। খবর আইএএনএস।
সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্যানুযায়ী, আগামী মাসে বাজারে আইফোন ১৩ সিরিজ উন্মুক্ত করবে অ্যাপল। সেজন্য চীনের জেংঝাও শহরে ফক্সকনের আইফোন উৎপাদন কারখানায় অতিরিক্ত দুই লাখ কর্মী প্রয়োজন।
জেংঝাওয়ে ফক্সকনের আইফোন উৎপাদন কারখানার জেনারেল ম্যানেজার ওয়াং জিউ জানান, জেংঝাওয়ের কারখানাটি আইফোন উৎপাদনের অন্যতম বৃহৎ কেন্দ্র। এখানে ৩ লাখ ৫০ হাজার কর্মী একত্রে কাজ করতে সক্ষম এবং প্রতিদিন এখানে পাঁচ লাখের বেশি আইফোন উৎপাদন করা হয়ে থাকে।
This Post Has 0 Comments