ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
এবার হুয়াওয়ের সাথে ব্যবসা স্থগিত করলো প্যানাসনিক
নিউজবিডি ডেস্ক:
জাপানের ইলেক্ট্রনিক্স কোম্পানি প্যানাসনিক বৃহস্পতিবার জানিয়েছে, তারা চীনা কোম্পানি হুয়াওয়ের সাথে ব্যবসা স্থগিত করেছে। নিরাপত্তাজনিক কারণে যুক্তরাষ্ট্র হুয়াওয়েকে নিষিদ্ধ করার পর প্যানাসনিকের পক্ষ থেকে এমন ঘোষণা দেয়া হলো। এটি হুয়াওয়ের জন্য আরেকটি বড় আঘাত। খবর এএফপি’র।
প্যানাসনিকের মুখপাত্র জোয়ে ফ্লিন বলেন, ‘আমরা হুয়াওয়ে এবং এই গ্রুপের ৬৮টি কোম্পানির সাথে সকল ইলেক্ট্রনিক্স ব্যবসা বন্ধ করেছি। মার্কিন সরকার এই কোম্পানিগুলোকে নিষিদ্ধ করায় তারা এমন পদক্ষেপ গ্রহণ করলো।’
ফ্লিন বলেন, হুয়াওয়ের সাথে প্যানাসনিকের ‘ইলেক্ট্রনিক্স যন্ত্রাংশ’ সরবরাহের ব্যবসা রয়েছে। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে অস্বীকৃতি জানান।
এর আগে চীনের হুয়াওয়ের সাথে হার্ডওয়্যার, সফটওয়্যার ও প্রযুক্তিগত সেবা বিনিময়ের ব্যবসা বন্ধের ঘোষণা দেয় মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল।
গুগল জানায়, হুয়াওয়ের স্মার্ট ডিভাইসে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেটের লাইসেন্স বাতিল করা হবে। ফলে হুয়াওয়ে ডিভাইস ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড বা আপডেট করতে পারবেন না। একই সাথে গুগলের সিকিউরিটি সিস্টেম ব্যবহার থেকেও বঞ্চিত হবেন তারা।