ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
জলবায়ু পরিবর্তনে প্যারিস চুক্তি অনুমোদন
ব্রাজিলের প্রেসিডেন্ট মাইকেল তেমার সোমবার জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তি অনুমোদন করেছেন। চুক্তিতে ২০২৫ সাল নাগাদ ব্রাজিলকে কার্বন নিঃস্বরণ ৩৭ শতাংশ কমিয়ে আনার কথা বলা হয়েছে।
ব্রাসিলিয়ায় তেমার এক বক্তৃতায় বলেন, জলবায়ু চুক্তির জন্যে ব্রাজিল বড় ধরণের ভূমিকা রেখেছে। এ প্রসঙ্গে তিনি ১৯৯২ সালে অনুষ্ঠিত রিও ডি জেনেরিও ধরিত্রী সম্মেলন এবং ২০১২ সালে রিও+২০ টেকসই উন্নয়ন সম্মেলনের কথা তুলে ধরেন।
তিনি বলেন, জলবায়ু ইস্যু রাষ্ট্রীয় ইস্যু। সকল সরকারের তা মেনে চলা দায়িত্ব।
২০১৫ সালে সাক্ষরিত প্যারিস চুক্তিতে ১৮০টি দেশ স্বাক্ষর করে। চীনের হাংঝুতে জি২০ সম্মেলনের আগে সেপ্টেম্বরের প্রথমদিকে বেইজিং ও ওয়াশিংটন চুক্তিটি অনুমোদন করে।
This Post Has 0 Comments