ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
২০১৬-য় গাড়িতে ডিজিটাল ম্যাপ যুক্ত করবে টয়োটা
প্রযুক্তি ডেস্ক: টয়োটা সংস্থা থেকে ঘোষণা করা হয়েছে ২০১৬-তে অনুষ্ঠিত একটি ইলেকট্রনিক শোতে তাদের গাড়িতে ডিজিটাল ম্যাপ উম্মোচন করা হবে। নতুন এই ম্যাপিং সিস্টেমটি হাই ডেফিনেশন ডিজিটাল ক্যামেরার সঙ্গে জিপিএস ইউনিটের সঙ্গে সমন্বয় ঘটিয়ে কাজ করবে। ইতোমধ্যে অনেক গাড়িতে এই প্রযুক্তি ব্যবহার শুরু হয়ে গেছে।
ভিডিও এবং জিপিএসের ডাটা টয়োটা ডাটা সেন্টারে সংরক্ষিত হবে। স্বনিয়ন্ত্রিত গাড়িগুলোর জন্যই টয়োটা এমন ভিডিও রোড ম্যাপ আবিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। রাস্তার অবস্থা, ট্রাফিক প্রবাহ এবং ট্রাফিক সিগন্যালের সব গুরুত্বপূর্ণ তথ্য এই ডিজিটাল প্রযুক্তিতে পাওয়া যাবে। এসব তথ্যগুলো যদি গাড়ির ডাটা বেজে থাকে, তাহলে গাড়িটির রাস্তায় চলাচল আরও সোজা হয়ে যাবে। এমনকি টয়োটার নতুন এই ভিডিও ম্যাপটি দুর্ঘটনার হাত থেকেও গাড়িকে রক্ষা করবে।
যদিও, এখনও পর্যন্ত টয়োটা, হাইওয়ে বা এক্সপ্রেস ওয়ের ভিডিও ম্যাপিং নিয়ে কাজ করছে। ভবিষ্যতে সাধারণ রাস্তার ক্ষেত্রেও এই ভিডিও ম্যাপিং কার্যকর করা হবে জানানো হয়েছে সংস্থার তরফ থেকে।
This Post Has 0 Comments