ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
নুয়ান্সের কিনতে বড় বাধা পেরোলো মাইক্রোসফট
নিজস্ব প্রতিবেদক:
নুয়ান্সের মালিকানা পওয়ার পথে বড় একটা বাধা পেরোলো মাইক্রোসফট। মার্কিন অ্যান্টিট্রাস্ট কর্তৃপক্ষ কোনো আপত্তি করেনি সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটির এই সম্ভাবনাময় এআই স্টার্টআপ কেনায়।
মার্কিন সরকারের কাছে নুয়ান্স কমিউনিকেশনের পাঠানো এক নথি থেকে এই তথ্য মিলেছে বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
কৃত্রিম বুদ্ধিমত্তায় বেশ কয়েকটি সাফল্য অর্জন করা নুয়ান্সকে মাইক্রোসফট ১৬ বিলিয়ন ডলারে কেনার ঘোষণা দেয় গত এপ্রিলে। এর আগে ২০১৯ সালে দলিল সংরক্ষণের মতো স্বাস্থ্যসেবায় প্রশাসনিক কাজ করার ক্ষেত্রে মাইক্রোসফটের সঙ্গে কাজ করেছে প্রতিষ্ঠানটি।
অ্যাপলের আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন অ্যাসিস্টেন্ট সিরি তৈরিতে মূল ভূমিকা রেখেছে নুয়ান্স।
মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে জমা দেওয়া এক নথিতে নুয়ান্স বলেছে, এই বিক্রয়ে মার্কিন কর্তৃপক্ষের আপত্তি করার সময়সীমা এ মাসের এক তারিখে পেরিয়ে গিয়েছে। এর ফলে মাইক্রোসফটের সঙ্গে একীভূত হওয়ার ক্ষেত্রে একটি শর্ত পূরণ হলো” বলে নথিতে উল্লেখ করেছে নুয়ান্স।
মাইক্রোসফটের এক মুখপাত্র বলেছেন, নুয়ান্সের সঙ্গে মাইক্রোসফটের বিক্রয় চুক্তিটি কয়েকটি নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সব শর্ত পূরণ হতে ২০২১ সালের পুরো সময় লাগতে পারে বলে জানিয়েছেন ওই মুখপাত্র।
This Post Has 0 Comments