ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
স্বয়ংক্রিয় বৈদ্যুতিক ট্রাক ‘টেসলা সেমি’
মালামাল পরিবহনের স্বয়ংক্রিয় ট্রাকের উন্নয়নে খুব একটা আগ্রহ এত দিন দেখা যায়নি, যদিও মানুষ বহনের স্বয়ংক্রিয় গাড়ি নিয়ে এ পর্যন্ত বেশ তোড়জোড় দেখা গেছে। কাজ যে একদম হয়নি, তা না। তবে টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা এলন মাস্কই প্রথম মহল গরম করেছেন। এক অনুষ্ঠানে বৈদ্যুতিক ট্রাক টেসলা সেমি প্রকাশ করে বলেছিলেন, সেমি এখন পর্যন্ত সবচেয়ে নিরাপদ, সবচেয়ে আরামদায়ক, সবচেয়ে শক্তিশালী এবং মাইলপ্রতি সবচেয়ে কম জ্বালানি খরচ করা ট্রাক।
* বৈদ্যুতিক ট্রাকটি ৮০ হাজার পাউন্ড বা প্রায় ৩৭ টন পর্যন্ত মালামাল বহন করতে পারে
* এই ৩৭ টন নিয়েই ০ থেকে ঘণ্টায় ৬০ মাইল গতিবেগ পাওয়া যাবে মাত্র ২০ সেকেন্ডে। আর খালি হলে এই গতি পেতে সময় লাগবে মাত্র ৫ সেকেন্ড
* দীর্ঘযাত্রায় একটানা অনেক ওজন বহন করে ট্রাক। তাই যেকোনো সময় বিকল হওয়ার আশঙ্কা থাকে। আর সে জন্য টেসলার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, প্রথম দশ লাখ মাইলে টেসলা সেমি বিকল হয়ে পড়বে না
* ৩০ মিনিটের চার্জে ৪০০ মাইল পর্যন্ত চলবে
* ট্রাকটির স্বয়ংক্রিয় বা অটোপাইলট ব্যবস্থায় রাস্তার লেন মেনে চলে, প্রয়োজন অনুযায়ী ব্রেকও কষতে পারে
* ট্রাকটির চার চাকার জন্য আলাদা চারটি মোটর রাখা হয়েছে। আর তা নিয়ে এলন মাস্ক মজা করতেও ছাড়েননি-‘কোনোভাবে যদি দুটি মোটর নষ্টও হয়ে যায়, তবু এটা ডিজেল ট্রাক’
* অবস্থা বেগতিক হলেও এক পূর্ণ চার্জে চলবে ৮০০ কিলোমিটার
* দুটি সংস্করণে ভিত্তি মূল্য শুরু হচ্ছে ১ লাখ ৫০ হাজার এবং ১ লাখ ৩০ হাজার ডলার থেকে
* প্রতি মাইলে ২ কিলোওয়াট বিদ্যুৎ খরচ করবে
* উৎপাদন শুরু হবে ২০১৯ সাল থেকে
সূত্র: টেসলা
This Post Has 0 Comments