ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
১২৪ ভিওআইপির লাইসেন্স বাতিল
নিউজবিডি ডেস্ক:
লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও নবায়ন না করায় ১২৪টি ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বুধবার বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, ১২৪ প্রতিষ্ঠানের মধ্যে ১০৬টি প্রতিষ্ঠান সরকারের বকেয়া পাওনা পরিশোধ ও যথাসময়ে নবায়ন করেনি। ১৮টি প্রতিষ্ঠান যথাসময়ে আবেদন না করায় তাদের লাইসেন্স নবায়ন করা সম্ভব হয়নি।
১২৪টি ভিএসপি লাইসেন্সের কোনো বৈধতা না থাকায় প্রতিষ্ঠানগুলোর সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়ে লাইসেন্সগুলো বাতিল করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে সরকারের সব বকেয়া পাওনা পরিশোধ করা না হলে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় বিটিআরসি।
বিটিআরসি তথ্য অনুযায়ী, ১২৪টি লাইসেন্স বাতিল করার পর বর্তমানে লাইসেন্স সংখ্যা দাঁড়ালো ৬৪৯টি।