ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
২০ হাজার টাকা ছাড়ে আইফোন-১১
নিউজবিডি ডেস্ক: আগামী সপ্তাহ থেকে বিক্রি শুরু হচ্ছে আইফোন ১১। এরই মধ্যে শুরু হয়েছে প্রি-অর্ডার। অ্যাপেল স্টোর, ফ্লিপকার্ট, অ্যামাজনে এই সুযোগ পাওয়া যাচ্ছে।
ফ্লিপকার্টে এইচডিএফসি ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে আইফোনে পাওয়া যাবে ৬ হাজার টাকা ডিসকাউন্ট। আর আইফোন ১১ প্রো কিনলে পাওয়া যাবে ৭ হাজার টাকার ডিসকাউন্ট।
এছাড়াও আপনি যদি পুরনো ফোন বিনিময় করে ফ্লিপকার্ট থেকে আইফোন ১১ কেনেন তাহলে পেয়ে যাবেন আরও ১৪,৬৫০ টাকার ডিসকাউন্ট। সঙ্গে থাকছে কোন চার্জ ছাড়াই ইএমআই সুবিধা। অর্থাৎ আপনি ২০ হাজার টাকা ছাড়ে কিনতে পাচ্ছেন আইফোন ১১।
এছাড়া এইচডিএফসি কার্ড দিয়ে ৬ হাজার টাকার ডিসকাউন্টের সঙ্গে আপনি যদি স্যামসাং গ্যালাক্সি এস৯ ফোন বিনিময় করেন তাহলে আইফোন ১১ পেয়ে যাবেন মাত্র ৪৪,২৫০ টাকায়।
আপনি যদি ওয়ানপ্লাস ৬টি ফোন বিনিময় করেন তাহলে ৪৮,২০০ টাকায় পাবেন আইফোন ১১। গুগল পিক্সেল টুএক্সএল বিনিময় করলে নতুন আইফোন ১১ পাবেন মাত্র ৫১,০০০ টাকায়।
This Post Has 0 Comments