ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
অ্যাপ রিচার্জ করলেই ১০০ পার্সেন্ট ক্যাশ ব্যাক
নিউজ ডেস্ক:
অ্যাপ দিয়ে মোবাইল রিচার্জ করলে ১০০ পার্সেন্ট পর্যন্ত ব্যাক দিচ্ছে বিকাশ। অ্যাপে প্রদর্শিত তথ্যে বলা হয়েছে, ‘বিকাশ অ্যাপে নিজের নম্বরে ১২ টাকা রিচার্জ করলে ১০০ পার্সেন্ট ক্যাশ ব্যাক।’
বিকাশ তাদের অ্যাপে পরিবর্তন আনার পর সময়ে সময়ে নানা ধরনের অফার দিচ্ছে। ইতিপূর্বে নতুন অ্যাপ ডাউনলোড করলে ১০০ টাকা বোনাস, রিচার্জ করলে ২০০ পার্সেন্ট বোনাস ঘোষণা করেছিল প্রতিষ্ঠানটি।
এদিকে বিকাশ অ্যাপের ওটিপি কোড নিয়ে গ্রাহকদের প্রতারণার দীর্ঘদিনের অভিযোগকে গুরুত্ব দিয়ে এবার নতুন নিয়ম চালু করছে সংস্থাটি।
নতনু পদ্ধতির ফলে একাধিক ফোন থেকে বিকাশের একই ব্যবহারকারীর আইডি লগইন বন্ধ করা যাবে না। একটি একাউন্ট থেকেই এখন ট্রানজেকশন করতে পারবেন। ওটিপি পিন নাম্বার দিয়েও আর অন্য ডিভাইস থেকে একাউন্ট চালাতে পারবেন না।
এর ফলে প্রতারকরা আপনার ওটিপি পিন নিয়ে আপনার একাউন্ট থেকে টাকা হাতিয়ে নিতে পারবে না।
This Post Has 0 Comments