ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
ইনস্টাগ্রামে রোজা সম্পর্কিত স্টিকার
নিউজ ডেস্ক:
বিশ্বের বিভিন্ন উৎসব ও ইভেন্টকে কেন্দ্র করে নিয়মিতই স্টিকার নিয়ে আসে ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম। এবার ব্যবহারকারীদের জন্য রোজা সম্পর্কিত স্টিকার এনেছে ইনস্টাগ্রাম।
ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম রোজা উপলক্ষে তিনটি স্টিকার যুক্ত করেছে। পরিবারের সদস্য ও বন্ধুদের শুভেচ্ছা জানাতে ব্যবহারকারীরা তাদের স্টোরিতে এসব স্টিকার ব্যবহার করতে পারবেন।
ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ’র এক প্রতিবেদনে বলা হয়েছে, রোজা কেন্দ্রিক স্টিকার তৈরি করতে ইলাস্ট্রেটরের সঙ্গে কাজ করেছে ইনস্টাগ্রাম। নতুন যুক্ত হওয়া তিনটি স্টিকারের মধ্যে আছে- চাঁদ, ইফতারের খাবার ও একটি মসজিদ।
ফিচারড ক্যাটাগরির নিচে এই তিনটি স্টিকার যুক্ত করা হয়েছে। এ কারণে স্টোরি পোস্ট করার সময় স্টিকার সেকশনের ঠিক ওপরে রোজা সম্পর্কিত স্টিকারগুলো পাওয়া যাবে।
This Post Has 0 Comments