ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
ঈদের দিন বিকালে বৃষ্টির আভাস
এবারের ঈদুল আযাহা ভালো আবহাওয়ার মধ্যেই কোরবানির ঈদ উদযাপন করতে পারবে বাংলাদেশের মানুষ। তবে বিকালের পর হালকা বৃষ্টির দেখা মিলতে পারে।
মঙ্গলবার ঈদের দিন সকাল থেকে মোটামুটি রোদেলা আবহাওয়া বিরাজ করতে পারে। পরিস্থিতি সামান্য বদলাতে পারে বিকালের ভাগে- এ কথা বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে।
অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, ঢাকায় ঈদের দিন বেলা ১২টা পর্যন্ত ২০% সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টির; আবার নাও হতে পারে। তবে বিকালে হালকা বৃষ্টি হতে পারে, সম্ভাবনা ৮০%। ঢাকার বাইরে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় সেদিন বৃষ্টি হতে পারে বলে জানান তিনি।
This Post Has 0 Comments