ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
উইন্ডোজ টেনের টাস্কবারে নতুন উইজেট
নিউজ ডেস্ক:
মাইক্রোসফটের উইন্ডোজ টেনের টাস্কবার নতুন করে সাজানো হয়েছে। সেই সঙ্গে এতে নতুন উইজেট যোগ করা হয়েছে।
ব্যবহারকারীরা এখন টাস্কবার থেকে আবহাওয়ার পূর্বাভাস এবং নিজেদের পছন্দের বিষয়ের সংবাদ নিউজফিডে দেখতে পারবেন। প্রথমে উইন্ডোজ ইনসাইডারের ব্যবহারকারীরা পরীক্ষামূলকভাবে এ ফিচার ব্যবহার করার সুযোগ পান।
ফিচারটি ইতিবাচক প্রভাব রাখায় বর্তমানে উইন্ডোজ টেনের সব ডিভাইসের জন্য এটি উন্মুক্ত করা হবে। উইন্ডোজের নতুন আপডেটের সঙ্গে এ ফিচার যুক্ত করে দেয়া হবে।
This Post Has 0 Comments