ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
এগিয়ে যেতে বদ্ধ পরিকর পার্ল আইটি
পার্ল আইটি লিমিটেড একটি বাংলাদেশ ভিত্তিক ওয়েব ডেভেলপমেন্ট ও এসইও সার্ভিস কোম্পানি। ২০১৮ সাল থেকে শুরু হওয়া এ প্রতিষ্ঠানটি আইটি সেবা দিয়ে আসছে। পার্ল আইটির উদ্যোক্তা মো. শাহাদৎ হোসেন জানান, আমরা সিএমএস নিয়ে কাজ করে থাকি। এ পর্যন্ত শতাধিক সংগঠন, নিউজ পেপার, ব্যক্তিগত, ই-কমার্স, ই-পেপারসহ বিভিন্ন রকমের ওয়েবসাইট ডেভলপমেন্ট করেছি। এছাড়াও আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সেবা দিয়ে আসছি। প্রতিষ্ঠানটি নিয়ে আরো অনেকদূর এগিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। জানা যায়, পার্ল আইটি ২০১৮ সালের ২৫ সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করে।
পার্ল আইটি লিমিটেড:
Website : https://pearlit.net/
Facebook : https://facebook.com/pearlitbd
Twitter : https://twitter.com/pearlitbd
This Post Has 0 Comments