ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
করোনাকালে এখন পর্যন্ত ৭০ লাখ স্ট্যাটাস ডিলেট করেছে ফেসবুক
নিউজ ডেস্ক:
করোনা মহামারী নিয়ে বিশ্বে বিভিন্ন মহল নানা ধরণের গুজব ও অসত্য তথ্য দিচ্ছে। যার বেশির ভাগ তথ্য প্রকাশিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
ফলে কখনো কখনো করোনার সঠিক তথ্য নিয়েও বিভ্রাট দেখা দিয়েছে। ফলে বাধ্য হয়ে করোনাভাইরাস নিয়ে ভুয়া তথ্য সরানোর উদ্যোগ নিয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
এর অংশ হিসেবে এখন পর্যন্ত ৭০ লাখ স্ট্যাটাস ডিলেক করেছে ফেসবুক। এ সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। সংস্থাটি জানিয়েছে, ষষ্ঠ কমিউনিটি স্ট্যান্ডার্ডস এনফোর্সমেন্ট রিপোর্টের অংশ হিসেবে এই ডেটা প্রকাশ করেছে সামাজিক মাধ্যমে অন্যপ্রিয় জনপ্রিয় জায়ান্ট প্রতিষ্ঠানটি।
প্রকাশিত ডাটা সম্পর্কে ফেসবুক বলছে, এই প্রতিবেদনে ব্যবহৃত মেট্রিকগুলো যাচাই করতে চলতি সপ্তাহে বিশেষজ্ঞদের কাছ থেকে প্রস্তাবনা চাইবে তারা। বিদ্বেষমূলক পোস্ট প্রচারের কারণে বিজ্ঞাপন বয়কটের মুখে এই নীরিক্ষণের ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি।
বছরের দ্বিতীয় প্রান্তিকে বিদ্বেষমূলক দুই কোটি ২৫ লাখ পোস্ট সরিয়েছে ফেসবুক। যা প্রথম প্রান্তিকের ৯৬ লাখ পোস্টের চেয়ে অনেক বেশি। শনাক্তকারী প্রযুক্তিতে উন্নতির কারণেই এমনটা সম্ভব হয়েছে বলে দাবি প্রতিষ্ঠানটির। পাশাপাশি দ্বিতীয় প্রান্তিকে সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত ৮৭ লাখ পোস্ট সরিয়েছে ফেসবুক। প্রথম প্রান্তিকে এই সংখ্যা ছিল ৬৩ লাখ।
ফেসবুক আরও জানিয়েছে, কোভিড-১৯ মহামারির কারণে কার্যালয়ে কম পর্যবেক্ষক উপস্থিত থাকায় কনটেন্ট পর্যালোচনায় স্বয়ংক্রিয় প্রযুক্তির ওপরই বেশি নির্ভরশীল ছিল তারা।
This Post Has 0 Comments