ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
গভীর রাতে বিভ্রাটে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ফেইসবুক
নিউজ ডেস্ক:
ফের বিভ্রাটের কবলে পড়েছিল হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং ফেইসবুকের সেবা। বিভ্রাট ট্র্যাকিং সেবা ডাউনডিটেক্টরের তথ্য বলছে, লাখ লাখ ব্যবহারকারী আক্রান্ত হয়েছিলেন বিভ্রাটের ফলে। শুধু ফেইসবুক সাইটেই সমস্যার সম্মুখীন হওয়ার কথা জানিয়েছেন এক লাখ ১২ হাজার ব্যবহারকারী। এক লাখ ০১ হাজার জানান ইনস্টাগ্রামে সমস্যা হওয়ার কথা।
অন্যদিকে, হোয়াটসঅ্যাপের সমস্যার ব্যাপারে জানিয়েছেন পাঁচশ’ ১৬ জন। রয়টার্সের প্রতিবেদন বলছে, পূর্ব দেশীয় সময় ৬টা (বাংলাদেশ স্থানীয় সময় শুক্রবার সকাল ৪টার) দিকে সমস্যার কবলে পড়ার ব্যাপারে জানান ব্যবহারকারীরা। ফেইসবুক তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
ডাউনডিটেক্টর বিভিন্ন সূত্র থেকে বিভ্রাট সম্পর্কিত স্ট্যাটাস রিপোর্ট সংগ্রহ করে থাকে, এর মধ্যে ব্যবহারকারীদের জানানো ত্রুটি প্রতিবেদনও থাকে। এ ক্ষেত্রে দেখা যায় অনেক ব্যবহারকারী বিভ্রাটের কবলে পড়েছেন।
This Post Has 0 Comments