ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
গুগলের নথি চুরি, ১৮ মাসের কারাদণ্ড অ্যান্থনি লেভানডস্কির
নিউজ ডেস্ক:
গুগলের স্বয়ংক্রিয় গাড়ির প্রযুক্তিগত বাণিজ্যিক গোপন নথি চুরির দায়ে সাবেক প্রকৌশলী অ্যান্থনি লেভানডস্কির ১৮ মাসের কারাদণ্ড দিয়েছে মার্কিন আদালত। খবর রয়টার্স এর।
জানা যায়, তথ্য চুরির পরই উবারের স্বচালিত গাড়ি বিভাগের প্রযুক্তি প্রধান হিসেবে যোগ দিয়েছিলেন তিনি।
মঙ্গলবার অ্যান্থনিকে এই দণ্ড দেন এক মার্কিন বিচারক। দণ্ডপ্রদানকালে ৭৫ বছর বয়সী বিচারক আলসাপ মন্তব্য করেন “এটি তার দেখা সবচেয়ে বড় বাণিজ্যিক গোপন তথ্যবিষয়ক অপরাধ।”
লেভানডস্কির ২৭ মাসের কারাদণ্ডের দাবি জানিয়েছিল গুগলের আইনজীবীরা। অপরদিকে মারিন কাউন্টি হোমে এক বছরের কারাবাসের অনুরোধ জানিয়েছিলেন অ্যান্থনি লেভানডস্কি। সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় কারাগারে করোনায় তার মৃত্যু হতে পারে বলে এই আশঙ্কায় অনুরোধটি করেছেন তিনি।
This Post Has 0 Comments