তরুণদের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা ভিভো উদ্ভাবনে নজর দিয়েছে। এরই অংশ হিসেবে এবার…
চার্জার না দেওয়ায় জরিমানা দিলো অ্যাপল
নিউজ ডেস্ক:
বিজ্ঞাপনে মিথ্যা তথ্য ছড়ানো, চার্জার ছাড়া ফোন বিক্রি এবং অন্যায় নীতি প্রয়োগের অপরাধে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলকে ২০ লাখ ডলার জরিমানা করেছে ব্রাজিলের সাও পাওলোর ভোক্তা অধিকার সংস্থা। নাইনটুফাইভ ম্যাকের তথ্যমতে, সরবরাহ করা আইফোন ১২ এর সাথে কোনো চার্জার দেয়নি অ্যাপল।
প্রোকন-এসপি নামক ব্রাজিলের ক্রেতা সুরক্ষা এজেন্সির অভিযোগ, বিজ্ঞাপনে মিথ্যা তথ্য ছড়ানো, চার্জার ছাড়া ফোন বিক্রি এবং অন্যায় নীতি প্রয়োগের অপরাধ করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি। এমনকি তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে, চার্জার ছাড়া ফোন নিলে দাম কমবে কিনা। কিন্তু তারা এ ব্যাপারে কোনো জবাব দেয়নি। তাই এ জরিমানা ধার্য করা হয়েছে।
সংস্থাটি আরো অভিযোগ জানিয়েছে, কিছু আইফোন ব্যবহারকারীর মোবাইল ফাংশনে সমস্যা দেখা দিয়েছিল। কিন্তু অভিযোগ জানানোর পরও সেগুলো সমাধান করতে ব্যর্থ হয়েছে অ্যাপল।
প্রোকন-এসপির এক মুখপাত্র বলেন, অ্যাপলকে অবশ্যই ভোক্তা অধিকারের নীতি মেনে চলতে হবে।
অবশ্য অ্যাপলের পক্ষ থেকে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তাছাড়া এই জরিমানার কারণে তাদের কোনো ক্ষতি হয়েছে বলেও মনে হয় না। কারণ, ২০২১ সালের শুরুতে ইতোমধ্যে ১১১ দশমিক ৪ বিলিয়ন রাজস্ব আয় করে ফেলেছে প্রতিষ্ঠানটি।
This Post Has 0 Comments