ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
জেনে নিন স্মার্টফোন হারিয়ে গেলে খুঁজে পাবেন যেভাবে
বর্তমানে বেশির ভাগ মানুষের হাতেই স্মার্ট ফোন থাকে। স্মার্টফোন বর্তমানে হয়ে উঠেছে জীবনের অন্যতম অনুষঙ্গ। গুরুত্বপূর্ণ এ ডিভাইসটি চুরি-ছিনতাই বা হারিয়ে যাওয়ার ঘটনাও ঘটে হরহামেশাই। ফোনটি যদি অ্যান্ড্রয়েড হয়; তাহলে তা খুঁজে বের করা সম্ভব। আবার চুরি বা হারিয়ে গেলে কম্পিউটার থেকে স্মার্টফোন লক করে সব ডেটা মুছে দেওয়াও সম্ভব।
হাতে থাকা স্মার্টফোনটিতে এ ফিচার চালু রাখার জন্য কিছু অপশন চালু করে করতে হবে। যেগুলো এনাবল করা না থাকলে আপনার ফোন হারিয়ে গেলে এ ফিচার কাজে আসবে না। প্রথমে ফোন থেকে গুগল অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। ফোনের লোকেশন অ্যাকসেস অন থাকতে হবে। সঙ্গে ‘ফাইন্ড মাই লোকেশন’ অন করে রাখতে হবে। স্মার্টফোন ইন্টারনেটের সঙ্গে কানেক্ট করেও রাখতে হবে।
- হাতে থাকা অ্যান্ড্রডভাইস গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে।
- এবার www.google.com/android/find ওয়েবপেজে যেতে হবে।
- ‘ফাইন্ড মাই ডিভাইস’ ওয়েবপেজ থেকে হারিয়ে যাওয়া ডিভাইসে একটি নোটিফিকেশন পৌঁছে যাবে।
- তখনই আপনি সেই ফোনে সম্ভাব্য লোকেশন ম্যাপের মধ্যে দেখতে পাবেন। লাইভ লোকেশন অন না থাকলে ডিভাইসের শেষ লোকেশন ম্যাপে দেখাবে।
- এবার প্লে সাউন্ড, সিকিউর ডিভাইস, ইরেজ ডিভাইস অপশনগুলো দেখতে পাবেন।
- প্লে সাউন্ড অপশন সিলেক্ট করলে আপনার ফোন ৫ মিনিট ধরে বাজবে। সাইলেন্ট বা ভাইব্রেশন মোডে থাকলেও ফোনটি বাজবে।
- সিকিউর ডিভাইস অপশন সিলেক্ট করলে, রিমোটলি আপনি নিজের ফোন লক করে দিতে পারবেন। একটি পাসওয়ার্ড অথবা পিনের মাধ্যমে লক হয়ে যাবে হারিয়ে যাওয়া ডিভাইস। এ ছাড়াও লক স্ক্রিনে মেসেজ পাঠিয়ে ফোন যার কাছে আছে; তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
- সেখানে থাকা ইরেজ ডিভাইস অপশনে ক্লিক করলে ফোনের সব ডেটা ডিলিট হয়ে যাবে। একবার ডেটা ডিলিট হলে তা আর কখনোই ফিরে পাওয়া সম্ভব নয়।
This Post Has 0 Comments