ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
টিকটক কিনতে মাইক্রোসফটকে দেড় মাস সময় দিলেন ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক, টেক এক্সপ্রেস.কম.বিডি:
চীনা কোম্পানি বাইটড্যান্স এর টিকটক মাইক্রোসফট এর কাছে বিক্রি করতে দিতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাইক্রোসফটের কাছে অ্যাপটির মার্কিন অফিস বিক্রি করতে দেড় মাস সময় দিয়েছেন তিনি।
সব কিছু ঠিক থাকলে ১৫ সেপ্টেম্বরের মধ্যে টিকটককে কেনার প্রক্রিয়া শেষ করবে মাইক্রোসফট।মাইক্রোসফট সিইও সত্য নাদেলা টিকটককে কেনার বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করলে তিনি এ অনুমতি দেন।
রবিবার সত্য নাদেলা তার ব্লগে লেখেন, টিকটক নিয়ে প্রেসিডেন্টের উদ্বেগকে আমরা প্রাধান্য দেবো। অ্যাপটির নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে ও আর্থিক লাভের বিষয়টি আমলে নিতে মাইক্রোসফট দায়বদ্ধ।
ট্রাম্প প্রশাসনের অভিযোগ, টিকটক ব্যবহারকারীদের ডেটা নিয়ে তাদের ঝুঁকির মধ্যে ফেলছে। এটি পুরোটা নিয়ন্ত্রণ করছে চীনের কমিউনিস্ট পার্টি। গত সপ্তাহে টিকটক নিষিদ্ধ করার হুমকি দেন ট্রাম্প।
এর পাশাপাশি কোম্পানিটির বিক্রি বিষয়ক চুক্তি নিয়েও আপত্তি তোলেন। তবে রিপাবলিকান দলের অনেক মন্ত্রী এই সিদ্ধান্তের বিপক্ষে মত দেন। তাদের ভাষ্য, অল্প বয়সী তরুণরা টিকটকের মূল ব্যবহারকারী। তাই নভেম্বরের নির্বাচনে এর নেতিবাচক প্রভাব পড়বে।
This Post Has 0 Comments