ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
ট্রাফিক লাইটস দেখার ফিচার যুক্ত হলো গুগল ম্যাপে
নিজস্ব প্রতিবেদক
গুগলের জনপ্রিয় পরিষেবা ম্যাপসে যুক্ত হলো ট্রাফিক লাইটস দেখার ফিচার। কোন রাস্তায় গেলে সিগন্যালে পড়তে হবে- তা আগেভাগে ম্যাপ দেখেই বোঝা যাবে।
গত জুলাইয়ে পরীক্ষামূলকভাবে শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ফিচারটি দেখতে পারছিলেন। শুক্রবার অ্যান্ড্রয়েডের পাশাপাশি আইওএস ব্যবহারকারীদের জন্যও ফিচারটি উন্মুক্ত করে গুগল।
গত মাসে কালার ম্যাপিং অ্যালগোরিদমিক টেকনিক যুক্ত একটি ফিচার আনে গুগল। এ আপডেটের ফলে শহর, বন, পর্বত ও মরু এলাকার পার্থক্য ম্যাপস দেখেই চেনা যাচ্ছে। ঘন বনাঞ্চলের রং দেয়া হয়েছে গাঢ় সবুজ।
অল্প গাছপালা বা ঝোপঝাড় বোঝাতে ব্যবহার করা হয়েছে হালকা সবুজ রং। লন্ডন, নিউইয়র্ক ও সান-ফ্রান্সিসকোর মতো বড় বড় শহরের সড়ক দ্বীপ ও ফুটপাথও আলাদাভাবে চেনা যাচ্ছে।
This Post Has 0 Comments