ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
তারহীন ৭ স্পিকার নিয়ে মটোরোলা
নিউজ ডেস্ক, টেক এক্সপ্রেস:
দেশের বাজারে নতুন তিন সিরিজের সাতটি মডেলের তারহীন পোর্টেবল ষ্পিকার এনেছে মটোরোলা। নতুন সিরিজগুলো হলো- সনিক সাব, বুস্ট এবং ম্যাক্স। বাংলাদেশে মটোরোলা লাইফস্টাইল সামগ্রীর এক্সক্লুসিভ পার্টনার হিসেবে বিপণন ও বাজারজাত করছে সেলেক্সট্রা লিমিটেড। সনিক সাব সিরিজের স্পিকারগুলোতে ব্লুটুথ ভি-৫.০ এবং ওয়াটারপ্রুফ আইপিএক্স৫ ব্যবহার করা হয়েছে।
এ ছাড়া কম্প্যাক্ট সাইজের এ স্পিকারগুলো থেকে শক্তিশালী সাউন্ড উপভোগ করা যাবে। মেটাল গিল ও সিলিকন কাভারের বিল্ড-ইন মাইক্রোফোন, ৪৫এমএম ফুল রেঞ্জ ড্রাইভার, পাওয়ার ৭ওয়াট আরএমএস, ৯-১১ ঘণ্টা একটানা গান শোনা যায়।
এ ছাড়া এই সিরিজে ভয়েস কন্ট্রোল ব্যবহার করা হয়েছে। বুস্ট সিরিজ স্পিকারগুলোতে ব্লুটুথ ভি৫.০ এবং ওয়াটারপ্রুফ আইপিএক্স৫ ব্যবহার করা হয়েছে। এটিতে ৪০এমএম ফুল রেঞ্জ ড্রাইভার, ৩ ওয়াট আউটপুট স্পিকার, ৬ ঘণ্টা একটানা গান শোনা যায় ইত্যাদি। ম্যাক্স সিরিজ স্পিকারগুলো একটু বড় আকারের হওয়ায় এগুলোকে পোর্টেবল পার্টি স্পিকারও বলা হচ্ছে।
এতে ব্লুটুথ ভি৫.০ ব্যবহার করা হয়েছে। এটাতে একটি এমআইসি জ্যাক, একটি গিটার জ্যাক ও ৩.৫এমএম একটি এইউএক্স রয়েছে। পাশাপাশি এমপিথ্রি সাপোর্টের জন্য একটি ইউএসবি পোর্টও, এক্সটার্নাল চার্জিং ডিভাইস (৫ভি ১এ), এলইডি ডিসপ্লে রয়েছে।
ক্রেতারা সনিক সাব২৪০ মডেলটি ২ হাজার ৯৯৯, সনিক সাব৩৪০ ৫ হাজার ২৯৯, সনিক সাব৫৩০ ৪ হাজার ৯৯৯, সনিক সাব৬৩০ ৮ হাজার ৯৯৯, সনিক বুস্ট২২০ ১ হাজার ৫৯৯, সনিক ম্যাক্স৮২০ ২০ হাজার ৯৯৯, ও সনিক ম্যাক্স৮১০ টুইন ৩৪ হাজার ৯৯৯ টাকায় কিনতে পারবেন।
This Post Has 0 Comments