ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
তিন হাজার সাংবাদিককে প্রশিক্ষণ দেবে ফেসবুক
ল্যাটিন আমেরিকার প্রথম দেশ হিসেবে আর্জেন্টিনার মিডিয়া খাতে ১.৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ফেসবুক। সাংবাদিকদের প্রশিক্ষণ ও অনলাইন খাতের উন্নয়নে এ অর্থ খরচ করা হবে।
গত সপ্তাহে প্রায় দেড়শ মিডিয়া আউটলেটের সাথে চুক্তি করেছে ফেসবুক। এ চুক্তির আওতায় ৩ হাজার সাংবাদিককে প্রশিক্ষণ দেওয়া হবে।
ল্যাটিন আমেরিকায় ফেসবুকের স্ট্যাটেজিক মিডিয়া পার্টনারশিপের হেড জুলিয়েটা শাম্মা বলেন, তিনি বছর ব্যাপী এ বিনিয়োগে ফেসবুক সব আকার ও অঞ্চলের মিডিয়া আউটলেটকে সাহায্য করবে। এই চুক্তিতে বাণিজ্যিক প্রতিশ্রুতিও রয়েছে ৩০টি আর্জেন্টাইন আউটলেটের সাথে। এর মধ্যে আছে Clarin, La Nacion, Pagina12, Infobae এর মতো মিডিয়া আউটলেট।
This Post Has 0 Comments