ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
না চাইলেও গুগলের সার্ভিসে চালু হবে টু-স্টেপ ভেরিফিকেশন
নিজস্ব প্রতিবেদক:
ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদার করতে স্বয়ংক্রিয়ভাবে টু-স্টেপ ভেরিফিকেশন প্রক্রিয়া চালু করার সিদ্ধান্ত নিয়েছে টেক জায়ান্ট গুগল। ব্যবহারকারী না চাইলেও জিমেইলসহ গুগলের সব সার্ভিসে দ্বি-স্তর নিরাপত্তা পদ্ধতি পর্যায়ক্রমে চালু হবে।
বৃহস্পতিবার বিশ্ব পাসওয়ার্ড দিবসে এমনই ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট গুগল।
এরআগে টু-স্টেপ ভেরিফিকেশন প্রক্রিয়া ব্যবহারকারী চাইলেই কেবল চালু করতে পারতো। কিন্তু এখন সবার জন্যই বিষয়টি বাধ্যতামূলক। ঘোষণার শুরুতেই দুইশ’ কোটি ব্যবহারকারীর কাছে টু-স্টেপ চালু সংক্রান্ত নির্দেশনা পৌঁছে গেছে। অন্যদের কাছেও পর্যায়ক্রমে যাবে।
গুগলের প্রডাক্ট ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মার্ক রিশার টু-স্টেপ ভেরিফিকেশনের গুরুত্ব সম্পর্কে বলেন, অনেকেই হয়তো জানেন না, শুধুমাত্র পাসওয়ার্ডের উপর নির্ভর হওয়াটা ঝুঁকিপূর্ণ। কারণ যেকোনো ভাবে পাসওয়ার্ড বেহাত হতে পারে।
সাধারণত দ্বিতীয় স্তরে ব্যবহারকারীর মোবাইল নাম্বারে পাঠানো ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) বা অথেনটিকেশন অ্যাপে প্রদর্শিত তাৎক্ষণিক কোড প্রবেশ করাতে হয়।
This Post Has 0 Comments