ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
পেইড সেবা চালু করতে যাচ্ছে টুইটার
বিজ্ঞাপন থেকে আয় কমে যাওয়ায় সাবস্ক্রিপশন মডেল চালু করতে যাচ্ছেন টুইটার সিইও জ্যাক ডরসি। কিন্তু টাকা দিয়ে কেনো কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে তা নিয়ে উঠেছে প্রশ্ন।
বিষয়টি নিয়ে জ্যাক ডরসিও ভেবেছেন। তাই পেইড সেবায় অতিরিক্ত কিছু ফিচার যোগ করে সাবস্ক্রাইবার জোটাতে চাইছেন তিনি। বিশেষ ফিচারের মধ্যে থাকবে টুইট আনসেন্ড করার সুবিধা।
পেইড সাবস্ক্রাইবাররা টুইট করার ৩০ সেকেন্ডের মধ্যে তা আনসেন্ড করতে পারবেন। এখনকার চেয়ে ৫ গুণ লম্বা দৈর্ঘ্যের ভিডিও পোস্টের সুযোগ পাবেন।
এছাড়াও, তৈরি করা যাবে নিয়োগ বিজ্ঞপ্তি।পেইড সেবা নিতে কতো খরচ হবে বা কীভাবে এই সাবস্ক্রিপশন মডেল কাজ করবে তা এখনও জানা যায়নি।
টুইটারে সাবস্ক্রিপশন মডেল চালুর পরিকল্পনা নতুন নয়। ২০১৭ সালে বিনিয়োগকারীদের বার্ষিক সম্মেলনে বিষয়টি নিয়ে আলোচনা করেন জ্যাক ডরসি। তিনি জানান, প্রিমিয়াম সেবা প্রদানের বিষয়ে টুইটারের কিছু পরিকল্পনা রয়েছে।
তবে এখনই পেইড সেবা চালু করা হবে না।সারাবিশ্বে টুইটারের ব্যবহারকারী সংখ্যা ৩৩ কোটি। প্রতিদিন টুইটারে ঢুঁ মারেন সাড়ে ১৪ কোটি মানুষ।
This Post Has 0 Comments