ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
প্রতারণার সুযোগ করে দেওয়ায় ইউটিউবের বিরুদ্ধে অ্যাপল সহপ্রতিষ্ঠাতার মামলা
নিজস্ব প্রতিবেদক, টেক এক্সপ্রেস ডটকম:
নিজের ভিডিও ও ছবি ব্যবহার করে ইউটিউবে অনেকেই প্রতারণা করছেন। আর এজন্য সুযোগ করে দেওয়ার অভিযোগে গুগলের ভিডিও শেয়ারিং এ প্লাটফর্মটির বিরুদ্ধে মামলা করেছেন অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক।
স্টিভ ওজনিয়াক উল্লেখ করেন, এখানেও টুইটার হ্যাকের মতোই প্রতারণা ঘটেছে। যেখানে স্ক্যামাররা অন্যদের সঙ্গে প্রতারণা করে বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সিতে তার মুক্তিপণ আদায় করছে।
ইউটিউবের বিরুদ্ধে এমন সমস্যা সমাধানে কোনো ব্যবস্থা না নেয়ার মতো ব্যর্থতার অভিযোগও করেছেন স্টিভ। এদিকে গুগল জানিয়েছে, এমন ‘গুরুত্বর অপরাধ’ সম্পর্কে তারা ব্যবস্থা নিয়ে সতর্ক পদক্ষেপ নেবে।
This Post Has 0 Comments