নিজস্ব প্রতিবেদক, টেক এক্সপ্রেস ডটকম:
নিজের ভিডিও ও ছবি ব্যবহার করে ইউটিউবে অনেকেই প্রতারণা করছেন। আর এজন্য সুযোগ করে দেওয়ার অভিযোগে গুগলের ভিডিও শেয়ারিং এ প্লাটফর্মটির বিরুদ্ধে মামলা করেছেন অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক।

স্টিভ ওজনিয়াক উল্লেখ করেন, এখানেও টুইটার হ্যাকের মতোই প্রতারণা ঘটেছে। যেখানে স্ক্যামাররা অন্যদের সঙ্গে প্রতারণা করে বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সিতে তার মুক্তিপণ আদায় করছে।

ইউটিউবের বিরুদ্ধে এমন সমস্যা সমাধানে কোনো ব্যবস্থা না নেয়ার মতো ব্যর্থতার অভিযোগও করেছেন স্টিভ। এদিকে গুগল জানিয়েছে, এমন ‘গুরুত্বর অপরাধ’ সম্পর্কে তারা ব্যবস্থা নিয়ে সতর্ক পদক্ষেপ নেবে।

Pearl IT
shahadat.hossen154@gmail.com

Would you like to share your thoughts?

Your email address will not be published. Required fields are marked *