অটোমোবাইল ডেস্ক: চলতি বছরের সেপ্টেম্বরে নতুন মডেলের গাড়ি আনতে যাচ্ছে মারুতি সুজুকি। হ্যাচব্যাক সেলেরিওর নতুন…
প্রথমবারের মতো জনসম্মুখে উড়ল গাড়ি দেখালো জাপান
নিজস্ব প্রতিবেদক, টেক এক্সপ্রেস:
রাস্তায় যানজটে ফেঁসে গেলে অনেক সময়ই মনে হয়, উড়ে চলে যেতে পারলে খুব ভালো হতো।
এবার সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে জাপানে উড়ন্ত গাড়ির টেস্ট হয়ে গেল। টেস্ট ড্রাইভে একজন যাত্রী নিয়ে গাড়িটি রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ টেক-অফ করল। বিগত কয়েক বছর ধরে উড়ন্ত গাড়ি নিয়ে কাজ করছে জাপান।
অবশেষে জনসম্মুখে নিজেদের উড়ন্ত গাড়ি ‘এসডি-০৩’ দেখাল ‘স্কাইড্রাইভ’। পাইলটসহ ‘টয়োটা টেস্ট ফিল্ডে’ সবার সামনে উড়ে দেখিয়েছে গাড়িটি। পুরো আয়োজনটিই ছিল পরীক্ষামূলক উড্ডয়ন।
বিশ্বের সবচেয়ে ছোট বিদ্যুৎচালিত ‘ভার্চুয়াল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং’ বা ‘ভিটিওএল’ যান ধরা হচ্ছে এসডি-০৩ গাড়িটিকে। নগর জীবনে নতুন ধারার যাতায়াত ব্যবস্থার প্রচলন ঘটানোর লক্ষ্য নিয়েই হাত দেয়া হয়েছিল প্রকল্পটিতে। ২০২৩ সাল নাগাদ ‘ফ্লাইং ট্যাক্সি’ সেবা শুরু করতে চাইছে জাপান।
এ বছরের শেষ নাগাদ পরীক্ষা ফিল্ডের বাইরেও ‘এসডি-০৩’ চালানোর অনুমোদন পাবে-এমনটাই আশা করছে স্কাইড্রাইভ। আর ২০২৩ সাল নাগাদ দুই সিটের বাণিজ্যিক বাহন বানাতে চাইছে প্রতিষ্ঠানটি।
This Post Has 0 Comments