ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
প্লুটোয় বায়ুমণ্ডলের সন্ধান
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: রহস্যেঘেরা বামন গ্রহ প্লুটোর চারপাশে পাতলা বায়ুমণ্ডলের খোঁজ পেয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নাসা’র অনুসন্ধানী মহাকাশযান নিউ হরিজনস’র তোলা সাম্প্রতিক ছবিগুলো দেখে এই আবিষ্কার করেছে সংস্থাটি।
ছবিতে প্লুটোর পৃষ্ঠের কাছাকাছি হালকা কুয়াশার মতো আবরণের অস্তিত্ব পাওয়া গেছে। ছবিগুলোতে বায়ুমণ্ডল ছাড়াও গ্রহটির উঁচুনিচু পাহাড়-পর্বত এবং বিস্তৃত সমভূমি স্পষ্টভাবে ফুটে উঠেছে।
ঝাপসা বায়ুমণ্ডল থাকার অর্থই হলো প্লুটোতেও পৃথিবীর মতো পানিচক্র রয়েছে; তবে সেখানে বরফের ধরণ হয়তো ভিন্ন হবে, ছবিগুলো পর্যবেক্ষণ করে এমনটাই বলছেন বিজ্ঞানীরা। নতুন ছবিগুলো রহস্যঘেরা গ্রহটি সম্পর্কে আরো অনেক কিছু জানতে সাহায্য করবে বলে বিশ্বাস তাদের।
This Post Has 0 Comments