ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
ফেসবুকে এলো বাংলাদেশি ক্রিয়েটরদের তৈরি এআর ইফেক্ট
নিউজ ডেস্ক:
এবারের বৈশাখ উদাযাপনে অগমেন্টেড রিয়েলিটি (এআর) ফিল্টার নিয়ে এসেছে ফেসবুক। তরুণ ডেভেলপার ইশরাত উর্মি ও শিল্পী আরাফাত করিম যৌথভাবে তৈরি করেছে এই ইফেক্ট। আর এই অগমেন্টেড রিয়েলিটির মাধ্যমে অনেকেই প্রিয়জনদের সঙ্গে অনলাইনে পয়লা বৈশাখ উদযাপন করতে পেরেছেন।
বৃহস্পতিবার ফেসবুক থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ফেসবুক বিভিন্ন দেশে স্থানীয় ক্রিয়েটরদের সঙ্গে কাজ করে থাকে। তবে এই প্রথম বাংলাদেশি ডেভেলপার এবং শিল্পীর সহযোগিতায় এআর ফিল্টার তৈরি করেছে। ইশরাত উর্মি এবং আরাফাত করিমের তৈরি ইফেক্টে আছে পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা, মাস্ক ও আলপনা।
উর্মি বাংলাদেশের ফেসবুক ডেভেলপার সার্কেলের একজন সদস্য। ফেসবুক এই তরুণ ডেভেলপার কমিউনিটিকে বিভিন্ন ধরণের দক্ষতা উন্নয়নের সুযোগ করে দেয়। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তারা অন্যান্য দেশের ডেভেলপারদের সঙ্গে যোগাযোগের সুযোগও পান। বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার ফেসবুক পেজে ভিডিও শেয়ার করে এই উদ্ভাবনী উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন।
This Post Has 0 Comments