ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
ফোন করবে, হাসবে নাচবে রোবট
এতোদিন যতো রোবটের কথা শোনা গিয়েছে তার প্রায় সবগুলোই নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কাজ করে দিতে পারতো। তবে এবার এমন এক ধরনের রোবট আবিস্কার করেছেন টমোটাকা টাকাহাসি নামের জাপানের এক বিজ্ঞানী যেটি আগের থেকে অনেক বেশি মানবিক গুণাবলীর অধিকারী। এই রোবটের পেছনে থাকবে দুই ইঞ্চির একটি পর্দা। একটি ক্যামেরাও থাকছে। আর রোবটটির সামনের দিকে থাকবে প্রজেক্টর যা দিয়ে প্রেজেন্টেশনও করা সম্ভব হবে।
এ রোবটের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো রোবটটিকে নির্দেশ দিলে হাসতে পারে। আর ভালোভাবে অনুরোধ করলে নেচেও দেখাবে। এমন কিছু আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যার সুবাদে রোবটটির সাথে কথা যাবে। এটি স্বয়ংক্রিয়ভাবে বার্তা ও ভয়েস কল আদান প্রদান করতে পারে। ‘রোবোহোন’ নামের এই রোবটটি মূলত একটি রোবট ফোন। এটির থাকবে ভয়েস এবং ছবি শনাক্তকরণ ক্ষমতা, যার ফলে ব্যবহারীর মধ্যে পার্থক্যও করতে পারবে রোবটটি। আগামী বছরই রোবটিকে বাজারে আনবে জাপানের বহুজাতিক প্রতিষ্ঠান ‘শার্প’। তবে এটির দামের বিষয়ে এখনো কোন তথ্য জানায়নি নির্মাতা প্রতিষ্ঠানটি।
This Post Has 0 Comments