skip to Main Content
01757-856855, 01521-464854, 01752-684000 contact@pearlit.net Open 7AM - 8PM

বাজারে ডেলের নতুন ল্যাপটপ এক্সপিএস-১৩

নিউজ ডেস্ক:
মার্কিন টেক ব্র্যান্ড ডেল’র নতুন ল্যাপটপ এক্সপিএস-১৩ বাজারে এসেছে। প্রিমিয়াম এই ল্যাপটপে রয়েছে দশম প্রজন্মের ইন্টেল কোর আই৭ ১০৬৫জি৭ প্রসেসর। এই ল্যাপটপে ১৬ জিবি নন-রিমুভেবল র‌্যাম রয়েছে যার বাস স্পিড ৩৭৩৩ মেগাহার্টজ।

সঙ্গে ৫১২ জিবি পিসিআই-ই এসএসডি রয়েছে। এর স্ক্রিনের আকার ১৩.৩ ইঞ্চি (ফোর-কে ইউএইচডি)। টাচস্ক্রিনের ল্যাপটপটি এন্টি-রিফ্লেক্টিভ হওয়ায় টানা ব্যবহারে চোখে প্রেসার পড়বে না। ডেল এক্সপিএস ১৩ এ অডিও আউটপুট হিসেবে রয়েছে স্টেরিও স্পিকার ও ডুয়াল মাইক্রোফোন অ্যারে।

এর ২.২৫ মিমি এইচডি ওয়েবক্যামের মাধ্যমে ক্লিয়ার ভিডিও কনফারেন্সিং করা যাবে। এটিতে ব্যাকলিট কি-বোর্ড রয়েছে। এ ছাড়া এর সিকিউরিটির জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডেল এক্সপিএস১৩ পাওয়ার প্রাইস ও ডিজাইনে ইউরোপিয়ান হার্ডওয়্যার কমিউনিটি অ্যাওয়ার্ড ২০২০, টি-থ্রি, ২০২০ বেস্ট অব গিজমোটোসহ বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের রিভিউয়ে সেরা ল্যাপটপ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

ডেল এক্সপিএস ১৩ দুই বছরের ওয়ারেন্টিসহ রায়ান্স কম্পিউটার্সের প্রতিটি আউটলেট ও অনলাইনে পাওয়া যাচ্ছে।

Shahadat Hossen

Shahadat Hossen

Hello! I’m Md. Shahadat Hossen. I'm a Journalist, Web Designer, Entrepreneur, Founder at Tech Express & Pearl IT Limited. I started journalism from 2012. In the 2018, started Web Development Company Pearl IT. As a Journalist i Work Bangladeshi popular and oldest online news portal Bangladesherpatro.com. He was worked Dainik Desherpatro, The Dhaka Daily.

This Post Has 0 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *