ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
বিভ্রাটের কবলে পড়েছিল ভিডিও স্ট্রিমিং সেবা ইউটিউব
নিউজ ডেস্ক:
গোটা বিশ্বে বিভ্রাটের কবলে পড়েছিল ভিডিও স্ট্রিমিং সেবা ইউটিউব। পরে সমস্যা সৃষ্টিকারী ‘গ্লিচ’ ঠিক করেছে গুগল।
ডাউনডিটেক্টর ডটকমের তথ্য অনুসারে, সবমিলিয়ে দুই লাখ ৮৬ হাজার ব্যবহারকারী ইউটিউব সেবায় সমস্যার কথা জানিয়েছেন। বিভ্রাটের কবলে পড়ে প্ল্যাটফর্মটিতে ভিডিও দেখতে পারছিলেন না তারা।
ডাউনডিটেক্টরের বরাতে রয়টার্স জানিয়েছে, সমস্যা শুরু হয় বুধবার ভোর ৫টা ৫৩ নাগাদ। পরে বুধবারের শেষ ভাগে সমস্যা ঠিক হওয়ার খবর জানায় গুগল। কিন্তু এ ব্যাপারে বাড়তি কোনো তথ্য দেয়নি প্রতিষ্ঠানটি। রয়টার্স বলছে, প্রতিষ্ঠানটি সাড়া দেয়নি এ নিয়ে মন্তব্যের অনুরোধেও।
গুগল শুধু একট টুইট বার্তায় বলেছে, “আমরা সমস্যার কারণে খুবই দুঃখিত। সব ডিভাইস ও ইউটিউব সেবায় সমস্যাটির সমাধান হয়েছে।”
উল্লেখ্য চলতি বছরের মার্চে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ইউটিবের মাসিক ব্যবহারকারী সংখ্যা দুইশ’ কোটি।
This Post Has 0 Comments