তরুণদের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা ভিভো উদ্ভাবনে নজর দিয়েছে। এরই অংশ হিসেবে এবার…
বিশ্বের প্রথম ‘আন্ডার ডিসপ্লে ক্যামেরা’ ফোন আনছে জেডটিই
নিউজ ডেস্ক, টেক এক্সপ্রেস:
পর্দার নিচে বসানো এমন সেলফি ক্যামেরা যুক্ত স্মার্টফোন দেখিয়েছে চীনা প্রতিষ্ঠান জেডটিই। জেডটিই এক্সন ২০ নামের নতুন এ ফোনটির স্ক্রিনে থাকবে না কোনো নচ।
আগামী পহেলা সেপ্টেম্বর ফোনটি লঞ্চ করা হবে বলে জানিয়েছে জেডটিই।
এমনকি ফোনের ক্যামেরা থাকবে স্ক্রিনের পেছনে। ৬.৯২ ইঞ্চি ওলেড পর্দার নিচে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার পাশাপাশি পেছনে থাকছে চারটি ক্যামেরা লেন্স।
১ সেপ্টেম্বর পর্দার নিচে লুকানো সেলফি ক্যামেরা যুক্ত নতুন অ্যাক্সন ২০ ফাইভ-জি ফোন উন্মোচনের কথা জানিয়েছে জেডটিই। আর এটি উন্মোচিত হলে ‘এটিই হবে বিশ্বের প্রথম বড় পরিসরে উৎপাদিত পর্দার নিচে সেলফি ক্যামেরার ৫জি স্মার্টফোন।’
স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ভার্সন ১০ ব্যবহার করা হয়েছে। বাংলাদেশসহ অন্যান্য দেশের বাজারে ফোনটি কবে পাওয়া যাবে ও কত দাম হবে সেটি উদ্বোধনের দিন জানা যাবে।
This Post Has 0 Comments