তরুণদের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা ভিভো উদ্ভাবনে নজর দিয়েছে। এরই অংশ হিসেবে এবার…
বিশ্বে স্মার্টফোন সরবরাহে শীর্ষ কোম্পানি এখন ‘হুয়াওয়ে’
নিজস্ব প্রতিবেদক
প্রথমবারের মতো স্মার্টফোন সরবরাহে শীর্ষ স্থান দখল করেছে চীনা ব্র্যান্ড হুয়াওয়ে। এ সংক্রান্ত বিশ্লেষক প্রতিষ্ঠান ক্যানালিস তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
ক্যানাসিল জানায়, হুয়াওয়ে এখন স্যামসাংকে ছাড়িয়ে শীর্ষে উঠে এসেছে। প্রতিষ্ঠানটি সর্বশেষ চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী স্মার্টফোন সরবরাহ করেছে ৫৫ দশমিক ৮ মিলিয়ন। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং সরবরাহ করেছে ৫৩ দশমিক ৭ মিলিয়ন ডিভাইস।
অবশ্য প্রতিবেদনে এর একটা কারণও উল্লেখ করে ক্যানসিল। করোনা মহামারিতে চীন অনেকটাই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে। ফলে দেশটিতে হুয়াওয়ের সরবরাহ বেড়েছে আগের চেয়ে অনেক বেশি।
হুয়াওয়ের ফোন পশ্চিমা বিশ্বে অনেকটা চাপে পড়ে আছে। কেননা তারা গুগলের অ্যাপ ব্যবহার করতে পারে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের কারণে এমন অবস্থায় পড়েছে চীনা ব্র্যান্ডটি। একই সঙ্গে ফাইভজি ব্যবসাতেও বিশ্বে বিশেষ কোর পশ্চিমা দেশে চাপে রয়েছে হুয়াওয়ে।
বিশ্ববাজারে অবশ্য হুয়াওয়ের বিক্রি পড়তি অবস্থায় বলে জানিয়েছে ক্যানালিস। তাদের হিসেবে বিশ্বে এ সময়ে ২৭ শতাংশ বিক্রি কমে গেছে। তবে চীনে বিক্রি ৭০ শতাংশ বেড়ে যাওয়ায় হুয়াওয়ের অবস্থান শীর্ষে উঠে গেছে।
This Post Has 0 Comments