অটোমোবাইল ডেস্ক: চলতি বছরের সেপ্টেম্বরে নতুন মডেলের গাড়ি আনতে যাচ্ছে মারুতি সুজুকি। হ্যাচব্যাক সেলেরিওর নতুন…
ভারতে দাম কমল ইয়ামাহা মোটরসাইকেলের
নিজস্ব প্রতিবেদক:
ভারতে দাম কমল ইয়ামাহা মোটরসাইকেলের দুই মডেলের। এফজে ২৫ সিরিজের দুই মডেলের দাম কমানো হলো।
ইয়ামাহা ইন্ডিয়া জানিয়েছে, আগে ওই নির্ধারিত দুই বাইকের প্রোডাকশন কস্ট বাড়তে থাকায় দাম বাড়াতে হয়েছিল। এবার দাম কমানো হলো।
জাপানি অটোমেকার জায়ান্ট জানিয়েছে, দাম কমালেও বাইকের ফিচার বা গুণগত মানের দিকে কোনও ধরনের সমঝোতা করেনি কোম্পানি।
নতুন প্রাইস লিস্ট অনুসারে এফজ জেড ২৫ মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৮০০ রুপি। অন্যদিকে এফজেডএস ২৫ এর দাম ধরা হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩০০ রুপি।
This Post Has 0 Comments